Facebook Tag নিয়ে খুব চিন্তিত করে ফেলুন এর সমাধান
Stop Tag On Facebook Timeline.
আজকাল ট্যাগ একটি বিরক্তের ব্যাপার হয়ে দারিয়েছে।
অনেক পিকচার আছে যে গুলো খুব বিভ্রাট পরিস্থিতি সৃস্টি করে।
কেও কেও আবার পোস্ট ও করেন দয়া করে আমাকে কেও ট্যাগ করবেন না।
কিন্তু এই কাজ টি বন্ধ করতে ফেলতে পারেন আপনি নিজেই।
বিস্তারিত >>
১. প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগ ইন করুন, যে কোন ব্রাউজার দিয়ে।
২. তার পরে আপনার ব্রাউজারের address bar এ নিচের লিংটা কপি করুন,
https://facebook.com/privacy/touch/tags/review/?type=profile&gfid=AQCiONGqV3l3wF76
এই address এ ঢুকুন।
৩. এখন এখানে দুটু অপশন পাবেন On <> Off
৪. On করে দিন।
৫. এখন কেও আপনাকে Tag করলে ও আপনার অনুমতি ছাড়া কোন ফোটো বা পোস্ট কেও দেখতে পাবেনা আপনার Timeline এ।
৬. আপনার যেটা ইচ্ছে সেটা সেটা Timeline এ Add করতে পারবেন।